সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভাগারপাড় গ্রামের সুন্দর আলী মেম্বারের একমাত্র ছেলে।
গত ৭ জুলাই রাতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন (২০) ও তার কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলে করে সিলেট যাচ্ছিল। মহাসড়কের তেলিখাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান সাজ্জাদ। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
জেবি