সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে ডুবে ফারিহা আক্তার নামে তের মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারিহা ওই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে শিশু ফারিহাকে বাড়ির উঠানে খেলা করতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। এক পর্যায়ে বাড়ির উঠানে থাকা পানিভর্তি বালতির ভেতরে পড়ে যায় ফারিহা। পরে তার মা রান্নাঘর থেকে বের হয়ে শিশুটিকে বাতলির পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম বলেন, বালতির পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। কোলের শিশুদের প্রতি আমাদের সকলের আরও সচেতন হওয়া জরুরি।
জেবি