সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনায় ফোন করে ডেকে নিয়ে সোহাগ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ৪ নং কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। নিহত সোহাগ ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সোহাগকে রাতে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তার পূর্ব পরিচিতরা এই হত্যাকাণ্ডে জড়িত। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের টিম মাঠে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জেবি