সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধায় ফুটবল খেলতে গিয়ে গরমে হিটস্ট্রোক করে গোলজার রহমান (৩৭) নামে এক ফুটবলারের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের হাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলজার রহমান উপজেলার কুপতলা ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কুপতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকার।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার বিকেলে হাজীর বাজার এলাকায় ফুটবল খেলোয়াড়দের নিয়ে খেলতে নামেন গোলজার। কিছুক্ষণ খেলার পরে হঠাৎ তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। সবাই তাকে ধরে মাঠের কিনারে নিয়ে চোখে মুখে পানি ছিটালে ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান গোলজার।
জেবি