সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিপুল পরিমাণ হেরোইনসহ ছাবেরা (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীকে ধরতে সক্ষম হলেও পালিয়ে যান তার স্বামী মো. মহবুল।
আটক নারী ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি হেরোইন উদ্বার করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
রোববার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুজন পাড়ায় র্যাবের অভিযানে এসব হেরোইন জব্দ করা হয়।
সোমবার (৩১ জুলাই) সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪ কেজি হেরোইন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃত ছাবেরা বেগমের স্বামী মহবুলকে পলাতক আসামি দেখানো হয়েছে বলে জানায় র্যাব।