সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত এক ভিক্ষুকের ঝুলিতে পাওয়া গেছে ১ লাখ ১২ হাজার টাকা। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়ায় মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই ভিক্ষুকের নাম মনির হোসেন (৬৫) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা মৃত মোহাম্মদ সোলাইমানের পুত্র। মনির পটিয়া উপজেলার হরিণখাইনস্থ বোনের বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মারা যান মনির। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা মনিরের ঝুলি পুলিশের হাতে তুলে দেন। তবে ওই ঝুলিতে থাকা টাকার বিষয়ে কেউ জানতেন না।
পটিয়া হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংসু বিকাশ বলেছেন, ঘাতক বাসকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া ঝুলিতে বিভিন্ন কাপড়ে মোড়ানো ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে। এসব টাকা একেবারে ছোট নোট হওয়ায় তা হিসাব করতে সময় লেগেছে। এসব টাকা নিহতের বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইউ