সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখা। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় নগরের জেল রোড পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। পরে নয়াসড়ক পয়েন্টে পৌঁছালে পুলিশ দেখেই তারা দৌড়ে পালান।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমান চৌধুরী ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে মহানগর জামায়াতের উদ্যোগে ৫-৬ মিনিটের এ মিছিল অনুষ্ঠিত হয়।
মাঝেমধ্যে ঝটিকা মিছিল আর গতবছর বন্যায় কিছু স্থানে ত্রাণ বিতরণ ছাড়া সিলেট অঞ্চলে প্রকাশ্যে দীর্ঘ ১০ বছর ধরে জামায়াতের কোনো কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। চলতি জুলাই মাসে সিলেট রেজিস্ট্রারি মাঠে ১৫ জুলাই সমাবেশ করার জন্য মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করে জামায়াত। পুলিশের অনুমতি না পাওয়ায় দলটি সমাবেশ সফলে ব্যাপক প্রচারণা চালালেও তারা কর্মসূচি পালন করতে পারেনি।
এরপর একই স্থানে ২১ জুলাই সমাবেশ করতে চেয়েও পুলিশের অনুমতি না পেয়ে ২৮ জুলাই বাদ জুমা কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এ দফায়ও পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা মিছিল করতে না পেরে আজ গোপনে ঝটিকা মিছিল করে দলটি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর ও ডিবি) আজবাহার আলী শেখ বলেন, জামায়াতের মিছিলের বিষয়ে পুলিশ অবগত নয়। নগরে জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
জেবি