দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহে হঠাৎ কুকুর আতঙ্ক জনমনে ভীতির কারণ হয়ে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের হামদহ এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৫ জনকে আক্রমণ করেছে। তার মধ্যে ১৫ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই খবর ছড়িয়ে পরার পরেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়ানোর পাশাপাশি বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।
এদিকে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় বাড়তি অসুবিধার কারণ হয়ে দাড়াচ্ছে।
ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অতিরিক্ত পিপি মো. দবির হোসেন জানান, রোববার হামদহ খন্দকার পাড়ায় সাত ব্যক্তিকে কুকুর কামড়িয়েছে। এদের মধ্যে আমার আপন ভাই দসির উদ্দিনকেও কুকুর ডান পায়ে কামড় দিয়ে গোশত তুলে নেয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘ঝিনাইদহ সদর হাসপাতালে চেষ্টা করেও ভ্যাকসিন পাওয়া যায়নি। বাইরে থেকে নিয়ে এসে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া ঝিনাইদহ পৌরসভায় কুকুরের বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’
ভুক্তভোগী আসাদ মোল্লাহ জানান, রোববার সকাল থেকেই বেশ কয়েকটি কুকুর দল বেধে ঘোরাফেরা করা অবস্থায় সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ানোর উদ্দেশে তাড়া করছে। বেশ কয়েকজন নারী-পুরষ কুকুরের কামড়ও খেয়েছে। আমাকেও তাড়া করে একটি কুকুর। মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাপস কুমার বলেন, আমরা রোববার সারাদিনে অন্তত ১৫ জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি । তাদের মধ্যে আছাদ মোল্লা নামে একজন গুরুতর অসুস্থ থাকায় তাকে হাসপাতালে রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশুসহ অন্যান্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যদিও বের হচ্ছেন তবে সঙ্গে নিচ্ছেন লাঠি। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরএ