দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এ পথে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে। মেট্রোরেলের আদলে তৈরি হওয়া এ ট্রেন চালু হওয়ায় এবারের ঈদ যাত্রায় এ পথে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে ঘরমুখো মানুষ।
বুধবার সকাল ১১ টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন ছেড়ে ১১ টা ৫০মিনিটে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে পৌঁছায় মেট্রোরেলের আদলে তৈরি আধুনিক নতুন এ কমিউটার ট্রেন। বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে চালু হওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াতকে আরও সহজ করলো। সুযোগ-সুবিধা সম্পন্ন ও দ্রুত গতির নিরাপদ- আরামদায়ক যাতায়াত নিশ্চিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই রেল সেবার ব্যবস্থা করা হয়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন এই ৮ জোড়া ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাাক জাহিদুল ইসলাম মিঞা।
এসময় তিনি জানান, আগের ট্রেনের ৮টি বগি থাকলে নতুন এ ট্রেনে থাকছে ১১টি। প্রতিটি বগিতে ৫৯২ জন যাত্রী নিতে পারবে। ফলে এই ট্রেনটি একসঙ্গে ১১৭৬ জন যাত্রী বহন করবে। ট্রেনে বসান ব্যবস্থাসহ থাকবে নানা সুবিধা।
এদিকে নতুন এই ট্রেন সার্ভিসটি চাল হওয়াতে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষসহ এ পথের নিয়মিত যাত্রী সঠিক সময়ে তাদের গন্তব্যে যেতে পারবে। কমে আগের তুলনায় ভোগান্তিও। রেল কর্তৃপক্ষ তাদেন সেবার মান বজায় রাখবে এই সেই প্রত্যাশা যাত্রীদের।
এফএইচ/