দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাংগঠনিক দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করায় তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নোটিশে বলা হয়, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
জানা গেছে, সম্মেলন ছাড়াই গত ১ মার্চ লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা কমিটি নিয়ে যুবদলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করে। যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন বিক্ষুব্ধ অংশকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করে।
জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এগুলো পকেট কমিটি। কমিটি গঠনে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমি ত্যাগীদের পক্ষে ছিলাম। কেন্দ্র থেকে আমাকে শোকজ করা হয়েছে তার জবাব আমার কাছে আছে।
আরএ