দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআই এর নকল লোগো ব্যবহার করার অপরাধে ফেনীর হক ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সূত্র জানায়, ভেজাল বিরোধী অভিযানে ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ী এলাকায় হক ফুড প্রোডাক্ট এ গিয়ে দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ, নকল চাঁন তারা, শাহী, বোম্বাই, বার্মিসিলি সহ নানা ব্র্যান্ডের নাম ব্যবহার করে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করছে। এ অপরাধে হক ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠান মালিক ইফতেখার রাশেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ফ্যাক্টরীকে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর করিমুল হক, আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, ভেজাল নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।
কে