দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর পালাতে গিয়ে ছেলে রুবেল মোল্লা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার হামিজ্জদ্দিন মোল্লার ছেলে মকবুল হোসেন মোল্লা (৬৫) ও তার ছেলে রুবেল মোল্লা (৩৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দাম্পত্য জীবনে দুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর সন্তান ও বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে পিতা মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে রোববার সন্ধ্যায় মকবুল মোল্লার সঙ্গে ছেলে রুবেল মোল্লার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, ঘাতক ছেলে রুবেল মোল্লা দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরএ