দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় অটোচালক ও এক শিশু নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মণ্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)। এদিকে, সৌরভ নামের একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলেঙ্গা হতে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর আহত সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/অ