দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশের একটি খাল থেকে তারা মিয়া (৬৩) নামে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের রাস্তার পাশের খাল থেকে এ মরদেহটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।
নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে নিয়ে বিক্রি করতেন। শুক্রবার গড়াডোবা ইউপির বাঁশহাটি বাজারে গিয়ে সবজি বিক্রি করেন। পরে রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সকালে স্থানীয় সাতারখালি ব্রিজের পাশের খালে রক্তাক্ত অবস্থায় তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।
এফএইচ/