দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের প্রবাসী মাসুদ রানার পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মারধর ও নির্যাতনের অভিযোগে থানায় জিডি করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। বরং হামলা-মামলা ও হত্যার হুমকির মধ্য দিয়ে দিনাতিপাত করছে পরিবারটি।
বাধ্য হয়ে গেল সোমবার (১৭ মার্চ) মালয়েশিয়া প্রবাসী স্ত্রী রাশেদা বেগম যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘গত ১৪ মার্চ (শুক্রবার) আমাদের কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করে প্রতিবেশি বরকত সরদারের ছেলে আজিজুল ইসলাম(৪৫) । আর এই টাকা না দেওয়ায় ১৭ মার্চ (সোমবার) দুপুর আড়াই টায় দিকে ফুলবাড়ী গ্রামের আজিজুল ও সিরাজুল (৩৫), আমীর সরদারের ছেলে শিমুল (৪৪) ও তৌহিদ (৩২) জোরপূর্বক ঘরে ঢুকে ৪০হাজার ৮'শ টাকা এবং শোকেচের ভেতর থেকে ১২ আনা ওজনের একিটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ সময় আমার শ্বশুর আবু কালাম এবং ছেলে আলফাজ বাধা দিলে চাঁদাবাজরা এলোপাতাড়ি মারধর শুরু করে। ঠেকাতে গেলে এ সন্ত্রাসীরা আমার শ্লীলতাহানীর চেষ্টা করে।এর আগেও আজিজুল ,সিরাজুল, শিমুল ও তৌহিদ আমার পরিবারের ওপর নির্যাতন ও হামলা-মামলা চালিয়েছে। স্থানীয় ভাবে মিমাংসা হয়েছে। কিন্তু তারা ক্ষমতাধর হওয়ায় প্রতি বছরই চাঁদা দাবি করে।
তিনি আরও বলেন, ‘থানায় অভিযোগ দেয়ার পর আরও বেশি ভয়-ভীতি দেখাচ্ছে অভিযুক্তরা। অভিযোগ প্রত্যাহার না করলে, পরিবারের সদস্যদের সঙ্গে যেকোন সময় যা কিছু ঘটতে পারে বলে হুমকি দিচ্ছে । অপরদিকে বারবার তদন্ত কর্মকর্তাকে জানিয়েও পুলিশের কোনো সাড়া না পেয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।
ফুলবাড়ী ফাঁড়ি’র আইসি ও তদন্ত কর্মকর্তা তাপস কুমার বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
এফএইচ/