দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পুলিশি হয়রানির অভিযোগ তুলে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরীন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইসরাত জাহান শিরীন অভিযোগ করেন, তার মেয়ের জামাই মো. সোহানের বিরুদ্ধে গত ১১ মার্চ একটি মামলা হয়। ১৮ মার্চ রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে মেয়ে সারজিনা মিম, দুই বছরের নাতি ও এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তিনি থানায় যান। তবে সেখানে গিয়ে পুলিশের অসদাচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শিরীন।
তিনি বলেন, আমার মেয়ের জামাইকে হাজতে নেওয়ার আগে একটু দেখতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমার মেয়েকে গালাগাল করে মোবাইলে ছবি তোলে। ওসি আমাকে ‘নোটি রাস্তার মহিলা’ বলে অপমান করেন এবং আমার দলীয় পরিচয় নিয়ে কটাক্ষ করেন। এরপর আমাদের থানার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় প্রতিবাদ করলে ওসি দেওয়ান জগলুল হাসান তার ও মেয়ের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন বলে জানান শিরীন। পরদিন আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন দেন।
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা মহিলা দলের সভানেত্রী রঞ্জুআরা শিপু বলেন, শিরীনের সঙ্গে এমন আচরণের খবর পেয়ে থানায় গিয়েছিলাম। তাদের মুক্তির জন্য মুচলেকা দিতে চাইলেও ওসি রাজি হননি। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জামিন দেওয়ায় পুলিশের অপতৎপরতা ব্যর্থ হয়েছে।
ইসরাত জাহান শিরীন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, ওসির ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছি আমি। এতে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানি হয়নি, আমার দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ও আমার মেয়ের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায়বিচারের আবেদন করছি।
আরএ