দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় বহিষ্কৃত এ নেতার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বলা হয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল গ্রহণ করবে না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর পায়রা সেতুর (লেবুখালী সেতু) টোলপ্লাজা সংলগ্ন পাগলার মোড়ের স্ট্যান্ড দখল করে যাত্রীবাহি বাস, অটো ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে বেপরোয়া চাদাবাজির অভিযোগ ওঠে। এছাড়া অন্যের বাড়ি জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সম্প্রতি রিপন শরীফের বাড়িতে অভিযান চালায়। এসময় টের পেয়ে ঘর থেকে লাফিয়ে পালিয়ে যায় রিপন শরীফ। পটুয়াখালী সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ জানিয়েছেন রিপন শরীফকে ধরার অভিযান অব্যাহত থাকবে।
আরএ