দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে বিশিষ্টজন ও সুধী সমাজের সম্মানে জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী।
জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন, জমায়াত নেতা আব্দুল্লাহ আল আমিন, মো. খিয়াম উদ্দিন প্রমুখ।
ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষাবিদ, আলেম, ওলামা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরএ