দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ইফতারের পর উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।
এরই জের ধরে শনিবার ইফতারের পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী গুরুতর আহত হয়। পরে রোববার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশ টিভিকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। আহত এক ব্যাক্তি আজ সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।
আরএ