দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এক যুবতীকে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এর আগে গত রোববার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বায়রা ইউনিয়নের মাথাভাঙা (কালীনগর) চকে এ ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্ত হিসেবে বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে কাওছার ও বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হোসেনের ছেলে হৃদয়ের নাম উল্লেখ করা হয়েছে।
ভিকটিম জানান, প্রেমের সূত্র ধরে কাওছার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর কাওছার ও তার বন্ধু হৃদয় তাকে মাথাভাঙা চকের একটি কাঠবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার করে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখান থেকেও টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্তদের সহযোগী সিয়াম, মাহফুজ ও আকাশ রাত তিনটার দিকে গাড়াদিয়া এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে রেখে চলে যায়।
ভিকটিম আরও অভিযোগ করেন, কাওছার তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ভিকটিমের মায়ের দায়ের করা এজাহার অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। সেখানে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং অপরজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তবে ভিকটিম যদি আদালতে ২২ ধারায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে মামলায় প্রয়োজনীয় ধারা সংযুক্ত করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
এফএইচ/