দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে শহরের রূপগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী, কৃষি বিপনন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় ৩ জন ব্যবসায়ী মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে দোকানের লাইসেন্স না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১) ক মোতাবেক ৫ হাজার টাকা, ফল ব্যাবসায়ী তারক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১)ঞ মোতাবেক যথাক্রমে ১ হাজার টাকা ও ৫০০ টাকাসহ মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি ফিরে আসে এবং সন্তুষ্ঠি প্রকাশ করেন। সাধারণ ক্রেতাগণ সেনাবাহিনী ও ইউএনও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন।
আরএ