দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া।
এসময় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পুনর্বহালের দাবি জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
/অ