দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধ ৫টি ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি অবৈধ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ইটভাটার কিলন ভেঙে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জব্বার হোসাইন।
অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও অভিযানে সেনাবাহিনীর সদস্য, নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কলমাকান্দা থানার পুলিশ সদস্যরা সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ৫টি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি ইটভাটার কিলন ভেঙে ফেলা হয়। একই সঙ্গে কিলন ভেঙে ফেলা ভাটাটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর।
আরএ