দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদপুরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ইউসুফ পাটোয়ারী নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় গুরুতর আহত হয় নিহতের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাইনুদ্দিন (৫০), তার ছেলে রঞ্জন (২৫) ও স্ত্রী খাদেজা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত ইউছুফ ওই গ্রামের কলিম উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে প্রায়ই বাড়ির গাছ কাটা ও পুকুর ব্যবহার করাসহ নানা কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগে থাকতো। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। রোববার সকালে বাড়ির পুকুর ব্যবহার নিয়ে বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে যায়। এরপর ইব্রাহিমকে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এসময় ছোট ভাই ইউছুফ এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ইউছুফ নিহত হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে আহত ইব্রাহিমকে ঢাকায় রেফার করে চিকিৎসক। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে আসামি মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রীকে আটক করে।
আরএ