দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। আর কোনো ফ্যাসিবাদকে এদেশে জায়গা দেওয়া হবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, সব কিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামী বাংলাদেশ। আমি চাইনা আওয়ামী লীগ করার কারণে কেউ গ্রেপ্তার হোক। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক।
তিনি বলেন, ইসলামিক অর্থ সবই গরিবদের জন্য। কিন্তু এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানেনা। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদেরকে ক্ষমতায় বসায়। কিন্তু যারা গরীব-দুঃখী মেহনতীদের জন্য কাজ করে তাদের ওরা পছন্দই করে না।
ফয়জুল করীম আরও আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করা হয় তাহলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিব দারিদ্রসীমার ওপরে চলে যাবে। মানবতা প্রতিষ্ঠিত, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দেশ ভালো থাকবে সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে।
দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরোকলীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম।
কে