দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আয়নাঘর- গুমসেল জাতির সামনে উন্মোচনসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ভয়েস ইনফোর্সড ডিসেপেয়ারড পার্সন (ভোয়েড)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে তারা।
এতে সৈরাচার হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় গুম হওয়া ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে ২০১৮ সালে ঢাকার নতুন বাজার এলাকা থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করেন, তার বন্ধু ফেসবুকে স্ট্যাটার্স দেওয়ায় তাকেও গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর তাকে জঙ্গি সাজিয়ে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে জমিনে আছেন তিনি। তিনি বলেন, দেশে আর কোনো স্বৈরাচার যেন আয়না ঘর, গুম নাটক করতে না পারে তার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
মো. কাইয়ুম হাওলাকার অভিযোগ করেন, মামলার সাক্ষি না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।
এসময় মানববন্ধ থেকে ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া, যারা মিথ্যা মামলার শিকার তাদের মামলা দ্রুত নিষ্পতি করা সহ ৬ দফা দাবি জানান।
এফএইচ/