দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটি শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করছে। যা সংগ্রহ করা যাবে আগামী ১০ কার্যদিবস পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদূর রহমান।
এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদূর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অংশগ্রহণ ছিল। আগামীর দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবেই পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আরএ