দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইল চিত্রা নদীর উপর অবস্থিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ২৪শের বিপ্লবে ঢাকায় নিহত নড়াইলের শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেতুটির নাম ফলক ভেঙ্গে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. সাফায়েত উল্লাহ,মুখ্য সাংগঠক কাজী ইজাজুর রহমান বাবু,যুগ্ম-সদস্য সচিব আমিরুল ইসলাম, মেহেদি হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সাংগঠক কাজী ইজাজুর রহমান বাবু বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার পক্ষ থেকে শেখ রাসের সেতুর নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু নাম করন করলাম। আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চায় অবিলম্বে স্বৈরাচারের দোসর ফ্যাসিস্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রলনে অংশ নেওয়া কোনো ছাত্র-জনতা বা তাদের স্বজনদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৮সালের ১১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের চিত্রানদীর উপর নির্মিত শেখ রাসেল সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা।
এফএইচ/