দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার ও ২০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স সড়ক এবং শোভারামপুর এলাকায় দুটি চালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানায়, চাল মজুদের হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করা এবং চালের মোড়কে পাটজাত সামগ্রী ব্যবহার না করায় তাদের জরিমানা করা হয়। অভিযানকালে আদালত শহরের খোদাবক্স রোডে অবস্থিত চাল ব্যবসায়ী নবীণ চন্দ্র সাহাকে মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার না করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যগত ব্যবহার’ আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত শহরের শোভারামপুর মহল্লা এলাকায় ব্যবসায়ী সনৎ কুমার সাহাকে চাল মজুদের রেজিস্ট্রার ঠিকমতো পূরণ না করায় কৃষি বিপণন আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
/অ