দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নড়াইল জেলা শাখা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এসে শেষ হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হক। এ সময় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সহ-সভাপতি আহমদ বিশ্বাস, কৃষক ফ্রন্টের মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিক মাস্টার প্রমূখ।
বক্তরা অভিযোগ করেন, স্বৈরাচর আওয়ামী লীগের সরকার বিতাড়িত হওয়ার পর আমরা মনে করেছিলাম আমরা সাধারণ মানুষ স্বস্তি পাব কিন্তু না, নতুন করে বিভিন্ন করের বোঝা সাধারন মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা বাজারে দ্রব্যমূল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তরা।
এফএইচ/