দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও ৪নং ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য পাপ্পু।
এ ঘটনায় ওই গ্রামের স্থানীয় আওয়ামী লীগ সমর্থক জনৈক শফি নামের একজন নিজেকে আহত দাবি করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে পূর্বে আহত হয়ে আসা ৪ জনের স্বজনদের তোপের মুখে পড়েন। হাসপাতাল চত্বরে তাকে মারপিট করা হয় ৷ পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনায় রেফার করে দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চুরামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দাদের চাষাবাদের জমি রয়েছে হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামে সেচের পানি দেওয়ার সময় ড্রেনের বাঁধ (আইল) কেঁটে দেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জমির মালিকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় ৷
হাসপাতালের জরুরি বিভাগের চিকৎসক ডা. মিঠুন কুমার জানান, আহদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শফি নামে এক ব্যক্তিকে খুলনায় রেফার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবলু জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে জমিতে সেচ ড্রেনের বাঁধ কাটাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে ৷ এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। ঘটনাটি রাজনৈতিক কিনা সেটিও খোঁজ নেয়া হচ্ছে।
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার দাবি, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা আহত হয়েছেন। তিনি জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।
আরএ