দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে- ওই এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছে। পরে র্যাবের একটি আভিযানিক দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবুরসহ আরও ২-৩ জন পালিয়ে যায়। পরে অভিযানে হাবিবুরের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ৩৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
র্যাব-১৪-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাই পথে এনে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে মজুদ করা হচ্ছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ তথ্য নিশ্চিত হয়েছেন।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরএ