দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ৫ লাখ টাকা ও একই অভিযোগে মেডিকেল ইকুপমেন্ট প্রস্তুতকার জেএমআইকে ১০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারার ১২ সারণী মতে বসুন্ধরা পেপার মিলসকে ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ও একই ধারায় জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।
এছাড়া ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি-বিধান প্রতিপালন করার সময়সীমা বেধে দেওয়া হয় দুই প্রতিষ্ঠানকে। বসুন্ধরা পেপার মিলসের পক্ষে প্রজেক্টের হেড ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে এই দণ্ড আরোপ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশের ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং গজারিয়া থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশের টিম।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান,পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও একই অপরাধে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন পরিবেশের ম্যাজিস্ট্রেট। প্রতিষ্ঠান দুটির পক্ষে সংশ্লিষ্ট প্রজেক্ট হেডকে এই দণ্ড আরোপ করা হয়। পরে নগত অর্থ আদায় করা হয়।
আরএ