দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমুর বাসভবন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বরিশালের কালীবাড়ি রোডে অবস্থিত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধদের সাময়িক সরিয়ে দেবার চেষ্টা করে। এরপর রাত দেড়টার দিকে আবারও বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে ভাঙচুর ও বুলডোজার দিয়ে একাধিকবার আঘাত করলে ভবনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপরই বগুড়া রোডে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরে বাড়ির মালপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনে।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।
নাঈম নামের এক শিক্ষার্থী বলেন, বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চারসেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আব্দুল্লাহ। ভবনটি ফ্যাসিবাদের আস্থানা। আমুর ভবনটিও ছিল ফ্যাসিবাদের আস্থানা। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্থানা রাখতে চাই না। বুলডোজার নিয়ে এসেছি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
আরএ