দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ নাসিরের বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের পরপর নগরীর শেরেবাংলা রোডস্থ শেখ বাড়ি নামে পরিচিত বাড়ি থেকে ঘিরে হাজার হাজার ছাত্র জনতা ভাঙচুর চালায়। এ সময় দুটি বুলডেজার দিয়ে বাড়িতে ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ছাত্র-জনতারা বাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির ইট রড টাইলস নিয়ে যায় বিক্ষুব্ধরা। হাজার হাজার লোক বাড়ি গিয়ে ঘিরে অবস্থান করে।
খুলনার বাড়িতে অবস্থান করতেন শেখ হাসিনা চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল, শেখ জুয়েল, যুবলীগ নেতা ও বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবুসহ তার আত্মীয়-স্বজনরা। গত বছরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িতে দুইবার এসেছিলেন। শেখ বাড়িটি পদ্মার এপারে রাজনীতি থেকে শুরু করে সকল কিছুর নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিল।
আরএ