দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘জেগে উঠো জনতা, গড়ে তোলো একতা’ ইপিজেড বাস্তবায়ন করো, করতে হবে, এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার সহ-সমন্বয়ক মোস্তাকিম সরকার সজিবের সভাপতিত্বে ছাত্র নেতা ওয়ন সুলতানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ওয়ার্কাস পার্টির উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা, জেএসডি উপজেলা শাখার সভাপতি আয়ুব হোসেন সরকার, গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামী যুব সংগঠনের সেক্রেটারি ওমর ফারুক সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাধন মহন্ত প্রমুখ। এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে রংপুর ইপিজেড নামকরণ করে ইপিজেড বাস্তবায়নের ঘোষণা দিয়ে বেপজায় একাধিক মিটিং, দলিল সম্পাদন, প্রকল্প পরিচালক নিয়োগ, সাইনবোর্ড প্রেরণ করে স্বপ্ন দেখিয়ে কতিপয় মানুষের অপশক্তির প্রভাবে দীর্ঘ দিনেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ইপিজেড আলোর মুখ দেখেনি। যা প্রতারণার শামিল।
বক্তারা আরও ক্ষোভ প্রকাশ বলেন, স্বজনপ্রীতি নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না। উত্তরাঞ্চল তথা গোবিন্দগঞ্জের ২ লাখ মানুষের কর্মসংস্থান তথা ইপিজেডের যে স্বপ্ন দেখানো হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দল, মত, নির্বিশেষে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরে প্রধান উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
আরএ