দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঞ্চগড় জেলায় শীতের দাপট অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে শীত বিরাজ করায় এখানকার মানুষরা কষ্ট পোহাতে হচ্ছে।
এই শীতে নিম্ন আয়ের মানুষদের বেশি দুর্ভোগে পড়েছে। শীতের কারণে কাজে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে তারা কষ্টের মধ্যে দিন যাপন করছে। এদিকে অনেকেই শীতবস্ত্রের অভাবে রয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও সংখ্যায় কম হওয়ায় সবার কাছে তা পৌঁছানো সম্ভব হয়নি।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ৮ থেকে ১০ কিলোমিটার। জানুয়ারি মাসজুরে পঞ্চগড়ে ৭ থেকে ১৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করে। এই মাসে এই জেলার ওপর দিয়ে একাধিক মাঝারি ও মৃদু শৈত্যপ্রতাহ বয়ে গেছে। বেশ কয়েক দিন এখানে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাসের অধিকাংশ সময় জুরে কুয়াশাচ্ছন্ন ছিল অঞ্চলটি। কোনো কোনো দিন সারা দিন সূর্যের দেখা মিলেনি।
এখনও কুয়াশার দাপট রয়েছে। বিকাল থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে সমগ্র এলাকা। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশায় পথ-ঘাট ভিজে গেছে। গত তিনদিন থেকে দুপুরের পর ঝলমলে রোদের দেখা মিলছে। তবে সকালে ও সন্ধ্যায় গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শরীরে গরম তাপ নিচ্ছেন।
বুধবার এ রিপোট লিখা পর্যন্ত সুর্যের দেখা মিলেনি। এই শীতে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। তাছাড়া শীতজনিত নানা রোগ ব্যাধিতে অনেকে আক্রান্ত হচ্ছেন। কুয়াশার কারণে কৃষকদের ফসল রক্ষায় কুয়াশা নাশক স্প্রে করতে দেখা গেছে। পঞ্চগড় জেলায় সবার আগে শীতের আগমন ঘটে আর শীত বিদায়ও নেয় সবার পরে। ১৫ নভেম্বর থেকে এ জেলায় শীতের আগমন ঘটে। ডিসেম্বর জানুয়ারি পুরো দুই মাস এখানে তীব্র শীত অনুভূত হয়। ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত পঞ্চগড়ে শীতের আবহ বিরাজ করে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরএ