সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বোরো মৌসুমে নেত্রকোনার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখা জেলা শহরের শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান খান, এনটিভির প্রতিনিধি ভজন দাস, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার সভাপতি শামীম তালুকদার, কবি আনিসুর রহমান বাবুল, কৃষক আব্দুস সালাম, আউলাদ হোসেন, চান মিয়া ও অন্তর মিয়া।
মানববন্ধনে মোনায়েম খান বলেন, সার ব্যবসায় সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বেকায়দায় পড়েছেন। ফলে তাদেরকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার কিনতে হচ্ছে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এ বিষয়ে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। দু-একটি এলাকায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে জেলার কোথাও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে বলে আমাদের জানা নেই।
/অ