সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলীর ভেতর থেকে রিংসহ দুটি চাবি বের করা হয়েছে। শহরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে অসাবধানতাবশত আটকে থাকা রিংসহ চাবি দুটি সফলভাবে অপসারণ করেছেন ডা. নিমাই দাস ও তার দক্ষ টিম।
রোববার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালটির চিকিৎসক ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে ওই চাবি দুটি বের করা হয়। এই সফল অপারেশন হ্যাপি হসপিটালের গ্যাস্ট্রো লিভার টিমের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ। তবে পরিবারের অনুরোধে শিশুটির নাম-পরিচয় গোপন রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকস্থলী থেকে চাবি বের হওয়া শিশুটির পরিবার জানান, আমরা ঘটনা ঘটার পর হতবিহ্বল হয়ে পড়ি। পরে এই হাসপাতালে এসে পাকস্থলী থেকে চাবি বের করা হয়। শিশুটি এখন পুরোপুরি সুস্থ আছে।
ডা. নিমাই দাস বলেন, এন্ডোস্কোপি বা কোলোনোস্কপি মেশিনের মাধ্যমে পাকস্থলীতে বা শরীরের অন্য অংশে আটকে থাকা বস্তু অপসারণের মতো জটিল চিকিৎসা পদ্ধতিও সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।
/অ