সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুরের মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডালসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে এই চাল-ডালসহ তাদের করা হয়।
আটকরা হলেন- মাদারগঞ্জ পৌরসভার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া এলাকার মৃত বাবর আলীর বাড়িতে টিসিবির চাল-ডাল চোরাইপথে মজুদ করা হয়। এমন সংবাদে পুলিশ অভিযান পরিচালনা করে ৮০ বস্তা চাল-ডালসহ তিনজনকে করে।
মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান বলেন, টিসিবির পণ্য চাল ও ডাল অবৈধভাবে মজুদ ও টিসিবির বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে জনগণের সহায়তায় ৮০ বস্তা (চাল ও ডাল) জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
/অ