সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ও আরিচা কাজিরহাট নৌপথে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে এই দুই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ৩টার দিকে পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে সাড়ে ১০টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এই দুই নৌপথে মাঝ পদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় আজ সকাল সাড়ে ৭টায় পুনরায় ফেরি সার্ভিস এই রুটে শুরু হয়।