সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শীতার্তদের জন্য ভালোবাসা - এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে দেশমাতা ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সুবর্ণচর উপজেলা ২ নং চরবাটা ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্যারিস্টার আবু সায়েমের ব্যক্তিগত উদ্যোগে বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে প্রতিষ্ঠিত দেশমাতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, দেশমাতা ফাউন্ডেশনের নোয়াখালী জেলা প্রতিনিধি ও বিএনপি নেতা ওমর ফারুক, কাজী মো. ফাহাদ, শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মো. আবদুর রহিম রাব্বি, গিয়াস উদ্দিন রানা, ওমর ফারুক রুবেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা খালেদা জিয়ার নামে ঘটিত দেশমাতা ফাউন্ডেশন অতীতের মতো এবারো অসহায় ও দুস্থ মানুষের মাঝে দাঁড়িয়েছে। গেল বছরের নোয়াখালীতে স্মরণ কালের বন্যায় এই দেশমাতা ফাউন্ডেশন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।
উল্লেখ্য, দেশমাতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম।
এফএইচ/