সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নীলফামারীর কিশোরগঞ্জে রাশেদুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মুন্সিপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
রাশেদুর রহমান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। গত বুধবার স্কুলের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয়রা আটক করেন। এ সময় তিনি কৌশলে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, রাশেদ বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তিনি মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা লাঠি সোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ