সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার পাঁয়তারা করছে। এটা স্পষ্ট যে, দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদদেই হয়তো বলা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে যদি পতিত ফ্যাসিবাদিদের কোনো আস্তানা বা আস্ফালন ঘটে তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিতে।
জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছে। তাদের যারা নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ সর্বশক্তি নিয়োগ করবে।
তিনি আরও বলেন, ২৪ এর জুলাই পরবর্তী নির্বাচন হবে গণ–পরিষদ নির্বাচন। এরমাধ্যমে নতুন সংবিধান সংশোধন হবে।
পথসভায় উপস্থিত ছিলেন- রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক মীম, রিফাত হাসান ও জাতীয় নাগরিক কমিটির বিভাগীয় ও স্থানীয় সংগঠকেরা।
আরএ