সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোস্টগার্ডের বিশেষ অভিযানে দুটি একনালা পাইপ গান, দু’টি তাজা ককটেল এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা দুর্ধর্ষ সন্ত্রাসি বলে দাবি করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) এবং একই এলাকার সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা ও শ্যামনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি দেশীয় একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে আটককৃতদের সঙ্গে জব্দকৃত সব আলামত শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় শ্যামনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফএইচ/