সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৪ (চার) বছর সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও ৩৮ লাখ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেছে আদালত।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম এই রায় দেন। ৫ আগস্টের পর থেকে এখনও আত্মগোপনে রয়েছে শাহীন চাকলাদার।
এর আগে (১৬ অক্টোবর) শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা এবং ছেলে জাবীর চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করে আদালত।
শাহিন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা করেছিল দুদক।
আরএ