সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি তিন ডিবি পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল ও সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শফিকুল ইসলাম।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
আরএ