সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের আটক করে একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ইজিবাইক, ১২টি মুঠোফোন এবং নগদ টাকা লুটে নেয়। এসময় তারা ইজিবাইকে থাকা এক যাত্রীকে কুপিয়ে আহত করে।
রোববার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মৌচাক-য়লবাড়ীয়া সড়কের মুরাদপুর (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে সশস্ত্র একদল ডাকাত মুরাদপুর (বটতলা) এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি করে। মোটরসাইকেল চালকের হাত-পা বেঁধে তার সাথে থাকা মোটরসাইকেল লুটে নেয়। অস্ত্রের মুখে ইজিবাইক চালককে জিম্মি করে তার ইজিবাইক এবং ৮ যাত্রীদের কাছে থাকা ১২টি মুঠোফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতদের ভয়ে ইজিবাইকে থাকা যাত্রী মোরসালিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
জামালপুর চার সড়ক এলাকায় স্থানীয় পেট্রোল পাম্পের কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাইট ডিউটি শেষে ভোর রাতে বাসায় ফিরছিলাম। মুরাদপুর (বটতলা) এলাকায় পৌঁছালে সশস্ত্র একদল ডাকাত সড়কে গাছ ফেলে পথচারীদের গতিরোধ করে। ডাকাতেরা আমার হাত-পা বেঁধে মোটরসাইকেল নিয়ে যায়। এসময় যাত্রীবাহী একটি ইজিবাইক আটক করে তাদের সাথে থাকা মুঠোফোন, নগদ টাকা লুটে নেয়। পরে ডাকাতেরা আমার মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ