সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েকজনকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ঘুরছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল। এসময় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটকে রাখে। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ তাকে ছাড়াতে আসলে দু’জনকেই পুলিশে দেওয়া হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে তাদের আশুলিয়া থানা-পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক নেতা শিমুলসহ কয়েকজন ক্যাম্পাসে ঘুরছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামসহ কয়েকজন খান শিমুলকে চিনতে পেরে পরিচয় জানতে চান। তখন শিমুল পরিচয় গোপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে এসেছেন বলে জানান।
তারা জানান, তখন আরও জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে শিমুল ছাত্রলীগের পরিচয় স্বীকার করেন। এরপর সেখানে প্রক্টরিয়াল টিম আসে এবং নতুন কলা ভবনের ফটকে আটকে রাখে। একটু পরে ছাত্রদল নেতা আহমদ উল্লাহ তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর আশুলিয়া থানার পুলিশ গিয়ে দুজনকে নিয়ে চলে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘গত সরকারের ছাত্রসংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে এসেছিলেন। গণ-অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে প্রক্টরিয়াল টিমকে অবহিত করে। প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আমরা আশা করব, তাঁর বিরুদ্ধে কোনো মামলা থেকে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এফএইচ/