সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে দিনব্যাপী বাউল ও সুফি উৎসব এবং কর্মশালা হয়েছে। প্রান্তিক পর্যায়ে বাউল ও লোকগানকে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মে মাঝে সুফি-সাধক বা বাউল সম্পর্কে জানাতে এ আয়োজন। জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক শিশু-কিশোর এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রান্তিক পর্যায়ে বাউল ও লোকগানের কর্মশালা, সাধক কবিদের গান ও জীবনী সংরক্ষণ, প্রকাশনা প্রকাশ এবং এর আন্তর্জাতিকায়ন ঘটাতে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও উৎসব আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতাই শুক্রবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসন, নড়াইল এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার যৌথভাবে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী বাউল ও সুফি গানের কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বরেণ্য বাউল শিল্পী শফি মন্ডল। কর্মশালা উদ্বোধন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন। এসময় বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. জাহিদুল কবীর লিটন, বিশিষ্ঠ লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রকৌশলী খায়ুরুজ্জামান সবুজ, অধ্যক্ষ রওশন আলী প্রমূখ। এমন জাতীয় মানের কর্মশালায় অংশগ্রহন করতে পেরে খুশি অংশ গ্রহণকারীরা।
অপরদিকে সন্ধ্যায় শহরের সুলতান মঞ্চে বাউল ও সুফি গানের উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গিত পরিবেশন করেন বরেণ্য বাউল শিল্পী শফি মন্ডল।
এফএইচ/